
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একজন ভোটার ভোট প্রদানে সর্বোচ্চ ৮ মিনিট সময় পাবেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী সিনেট ভবনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।
তিনি বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত বুথ স্থাপন করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ভোটকেন্দ্র সংখ্যা ছয় থেকে বাড়িয়ে আট করা হয়েছে। আপাতত আর কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা নেই।
ভোট গণনার বিষয়ে অধ্যাপক জসীম উদ্দিন জানান, স্ক্যানিং মেশিন ব্যবহার করা হবে। এসব মেশিনের সক্ষমতা অনেক বেশি হওয়ায় দ্রুততম সময়ে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
ডাকসুর রিটার্নিং অফিসার অধ্যাপক ডা. গোলাম রাব্বানী বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই প্রশাসন কাজ করছে। তিনি আরও জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে গান-বাজনার মাধ্যমে ইশতেহার ঘোষণা করায় একজন প্রার্থীকে নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তীতে আবারও নিয়ম ভঙ্গ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হতে পারে। তবে দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও সে ধরনের দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর