
জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগ মোকাবেলায় সবুজ বেষ্টনী তৈরী,প্রান্তিক মানুষের উদ্ভিজ্জ পুষ্টির চাহিদাপূরণ,জীববৈচিত্র্য সংরক্ষণ ও যুবদের সামাজিক কাজে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে কারিতাস ময়মনসিংহ অঞ্চলাধীন সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির উদ্যোগে নলকুড়া গ্রামের বিভিন্ন ক্লাসটার ও বাংলাদেশ ক্যাথলিক স্টুডেন্টস মুভমেন্ট (BCSM) এর যৌথ উদ্যোগে আয়লাতলী বিজিবি ক্যাম্প মোড় হতে নলকুড়া বাজার পর্যন্ত বৃক্ষরোপণ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
গাছের চারা রোপণকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মাইনুদ্দিন,নলকুড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মেদেন তজু, বিড়ইডাকুনি ধর্মপল্লী সভাপতি সালোম নকরেক,সাংবাদিক ওমর ফারুক সুমন প্রমুখ।
এ সময় বৃক্ষরোপণ অভিযানে দেশীয় প্রজাতির জাম,কাঁঠাল, বহেরা, হরতকী,আমলকি, নিম ও কৃষ্ণচূড়ার ৩৬০ টি চারা রোপন করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর