
শেরপুরের নালিতাবাড়ীতে বাড়ির পাশে নিচু জমির কচুরিপানার ভেতর থেকে মাইমুনা খাতুন নামে তেরো বছর বয়সী সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরী শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ঘটনার ৬ দিন পর ওই শিক্ষার্থীর মৃত্যুর রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ।
হত্যাকান্ডে জড়িত মুল আসামী তার আপন ফুফা ছাইদুল ইসলামকে (৩৯) ঢাকা থেকে গ্রেপ্তার করে আনার পর আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। ছাইদুল ইসলাম পার্শবর্তী হালুয়াঘাট উপজেলার ধুরাইল গ্রামের রইছ উদ্দিনের পুত্র। তাকে ঢাকার খিলগাঁও তিলপাপাড়া হতে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে নালিতাবাড়ীর সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রাম থেকে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরী ওই গ্রামের মফিজুল ইসলামের কন্যা এবং স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
থানা পুলিশ জানায়, শিক্ষার্থী মাইমুনা খাতুনের আপন ফুফা ছাইদুল ইসলাম নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামে ঘর জামাই হিসেবে বসবাস করতো। ভিকটিম আসামীকে ঘর জামাই বলে উপহাস করায় মনের ক্ষোভে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে তার লাশ বাড়ীর পাশে নিচু জমির কচুরীপানার নীচে লুকিয়ে রাখে। এদিকে, মাইমুনার মা-বাবা তাকে অনেক খুজাঁখুজি করে না পেয়ে গত শনিবার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
একপর্যায়ে গত মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে থাকা একটি নিচু জমি থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে অনুমান করেন স্থানীয় লোকজন। পরে ওইস্থানে গেলে কচুরিপানার ভেতরে বিবস্ত্র অবস্থায় মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা। মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পারছিল না পুলিশ। দীর্ঘ তদন্তের পর শুক্রবার হত্যারহস্য উন্মোচন করে আসামী ভিকটিমের আপন ফুফা ছাইদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কিশোরী হত্যাকান্ডের মুলহোতা তারই আপন ফুফা ছাইদুল ইসলাম। শিক্ষার্থী মাইমুনা খাতুন তার ফুফাকে ঘর জামাই বলে উপহাস করায় মনের ক্ষোভে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করার পর লাশ কচুরীপানার নীচে লুকিয়ে রাখে। এ বিষয়ে ধৃত আসামী ছাইদুল ইসলাম নিজের দোষ স্বীকার করে শেরপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর