
সিরাজগঞ্জের সলঙ্গায় দশ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষষেণর অভিযোগে আব্দুস সামাদ (৬৫) নামে নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় সলঙ্গা থানার মাছুয়াকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সামাদ ওই গ্রামের বাসিন্দা।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, ১০ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর