
বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ (SCGGP) প্রকল্পের আওতায় সাংবাদিকদের জন্য ক্লাইমেট ফাইন্যান্স ও ইন্টিগ্রিটি ট্রেনিং অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল, সাংবাদিকেরা যেন ক্লাইমেট ফাইন্যান্সের উৎস, ব্যয়, অনিয়ম ও জবাবদিহিতা বুঝে তা তাঁদের প্রতিবেদনে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ এবং দৈনিক দ্বীপাঞ্চলের সম্পাদক মোশাররফ হোসেন। প্রশিক্ষণে জলবায়ু প্রকল্পের জন্য বরাদ্দকৃত কোটি কোটি টাকার হিসাব, তার ব্যবহার, এবং সাংবাদিক হিসেবে এই হিসাব খুঁজে জনসমক্ষে প্রকাশের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও, বাজেট বিশ্লেষণ, অনিয়ম/ঝুঁকির সম্ভাব্য ক্ষেত্র, সাংবাদিকদের অর্থায়ন পর্যবেক্ষণ পদ্ধতি, সরকারি রিপোর্ট, স্থানীয় জনগণের মতামত, বাজেট বনাম বাস্তব কাজ, কোন খাতে অর্থ অপব্যবহার বা অস্বচ্ছতা সবচেয়ে বেশি, সাংবাদিক হিসেবে তদন্তের জন্য অগ্রাধিকারপ্রাপ্ত দিকগুলো এবং কিভাবে এই বিষয়গুলো খুঁজে বের করা যাবে—ইত্যাদি বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা গ্রীন একান্টিবিটি ওয়েল ফেয়ার ও ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের সহায়তায় ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বরগুনা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রকল্পের কর্ম এলাকা হলো বরগুনা জেলার সদর উপজেলার আটটি ও বেতাগী উপজেলার আটটি ইউনিয়ন এবং পটুয়াখালী জেলার সদর উপজেলার আটটি ও কলাপাড়া উপজেলার আটটি ইউনিয়ন।
ওয়েব ফাউন্ডেশন কর্তৃপক্ষ মনে করেন, এই প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে জলবায়ু সুশাসনের জন্য সংঘবদ্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর জবাবদিহিতা ও স্বচ্ছতা শক্তিশালীকরণের জন্য সামাজিক নিরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি পাবে। বৃহত্তর ও সচেতন জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য জলবায়ু সুশাসন সংশ্লিষ্ট সাংবাদিকগণ অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি ও প্রকাশ করবেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং কর্মকর্তাগণ প্রাসঙ্গিক সরকারি সেবা প্রদান ও নীতি অনুযায়ী জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে অধিকতর সংবেদনশীল, জবাবদিহিতামূলক, স্বচ্ছ এবং দায়বদ্ধ হবে। দুর্যোগ প্রস্তুতি, প্রশমন, জরুরি ব্যবস্থা এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন এবং জলবায়ু সুশাসন কর্মসূচি বাস্তবায়ন দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো সক্রিয়ভাবে তাদের ভূমিকা ও দায়িত্ব পালন করবে।
প্রশিক্ষণে ফ্যাসিলিলেটরের দায়িত্ব পালন করেন ওয়েব ফাউন্ডেশনের SCGGP প্রকল্পের বরগুনা সদরের প্রকল্প কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম এবং কমিউনিটি মোবিলাইজেশন অফিসার মনিরুল ইসলাম।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর