
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃ গোষ্ঠির আর্থসামাজিক ও জীবন মনোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ক্রসব্রীড বকনা গরু বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে ১ টি করে ক্রসব্রীড বকনা গরু, ১০০ কেজি দানাদার খাদ্য বিতরণ করা হয়। ইতিপূর্বে তাদেরকে দুই দিনের প্রশিক্ষণ ও বকনা গরুর জন্য গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইমাম উদ্দিন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ দপ্তর ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডা. মনোরঞ্জন ধর, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের উপ-সচিব (পরিকল্পনা) মুহাম্মদ শাহাদাত খন্দকার, প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাত, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, জামায়েত ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা (অ.দা.) প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ। এই প্রকল্পের মাধ্যমে যারা সফল হয়েছেন, তাদের সাথেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইমাম উদ্দিন কবীর মতবিনিময় করেন।
উপজেলা (অ.দা) প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ বলেন, প্রকল্পটি প্রয়োজনীয় ইনপুট ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অনগ্রসর এই জাতিগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নতির মাধ্যমে দারিদ্র হ্রাস করবে, পারিবারিক খাদ্য ও পুষ্টি নিরাপত্তার উন্নয়ন এবং মাথাপিছু প্রাণিজ আমিষ গ্রহণ উন্নতিকরন, নারীর আত্ম-কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দারিদ্র হ্রাসে সহায়ক ভূমিকা পালন করবে যা সার্বিকভাবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠির স্থায়ী কর্মসংস্থান ও জীবনমান উন্নয়ন ঘটাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর