
শনিবার গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর উপর পুলিশ ও সেনাবাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বরগুনায় বেলা ১১টায় জেলা ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
উক্ত বিক্ষোভ মিছিলে বরগুনা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজবুল এবং বরগুনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. জামাল শিকদার সৈকত ও সহ-সাংগঠনিক সম্পাদক মিজান জোমাদ্দার, সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, বরগুনা জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আবু হানিফ ও সাধারণ সম্পাদক মো. রাকিব পারভেজ, বরগুনা জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব মো. শামিম খানসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনে যে সকল উগ্রবাদী সেনাবাহিনী ও পুলিশ হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর