
ঢাকার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়া এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে অভিযুক্তদের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, আপ বাংলাদেশসহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার দুপুর ১২টার দিকে নগরের ২ নম্বর গেট, ষোলশহর এলাকায় বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি শুরু হয়। নেতাকর্মীরা চারদিকের রাস্তা বন্ধ করে টায়ার ও পরিত্যক্ত কাগজে আগুন ধরিয়ে অবস্থান নেন। এতে মোড়ের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
এ সময় ‘অবরোধ অবরোধ সারা বাংলা অবরোধ’, ‘নো মোর মিলিটারি ব্যারাকে ফির তাড়াতাড়ি’, ‘জাপা ধর জেলে ভর’, ‘হাসিনা গেছে যে পথে জাপা যাবে সে পথে’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এর আগে শুক্রবার রাতে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ কয়েকজন নেতাকর্মী। এ ঘটনার প্রতিবাদে সেদিন রাতেই নগরীর দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে গণঅধিকার পরিষদ। রাতের কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার দুপুরেও তারা একই স্থানে ফের অবস্থান নেন। এতে সমমনা কয়েকটি রাজনৈতিক দলও সংহতি জানিয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, ১৭ বছর ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও জাপা বহাল তবিয়তে আছে। জিএম কাদেরের বিরুদ্ধে মামলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের মতে, ইউনুস সরকার স্বৈরাচারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. জাহাঙ্গীর বলেন, “সড়ক অবরোধের কারণে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। আমরা ঘটনাস্থলে সতর্ক অবস্থায় আছি।”
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর