
জামালপুরের সরিষাবাড়ী হাসপাতালে ভ্যাকসিন না থাকায় সাপের কামড়ে খুকি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে বিষধর সাপের দংশনে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামের মোস্তফা মণ্ডলের স্ত্রী খুকি বেগম শনিবার সকালে পরিবারের সদস্যদের জন্য রান্নার প্রয়োজনে জ্বালানিকাঠ নেওয়ার সময় বিষধর সাপের দংশনের শিকার হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এলেও হাসপাতালে সাপের বিষমুক্ত করার ভ্যাকসিন (অ্যান্টিভেনম) না থাকায় কোনো চিকিৎসা পাননি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা খুকি বেগমকে জামালপুর হাসপাতালে রেফার করার সময়ই হাসপাতালের জরুরি বিভাগেই বিনা চিকিৎসায় এক পুত্র ও এক কন্যা সন্তানের জননীকে মারা যান বলে স্বজনরা অভিযোগ করেন।
সর্বশেষ খবর