
নাগেশ্বরীর কচাকাটা থানায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে বছির উদ্দিন নামে এক শতবর্ষী বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে থানার বল্লভেরখাস ইউনিয়নের শিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কচাকাটা থানা পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে বলে কচাকাটা থানা পুলিশ সূত্রে জানা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) শাহা আলম বলেন, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর