
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখা।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে শহরের উত্তর বাজার দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজার শাহী জামে মসজিদ গেটে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ‘নুরের ওপর হামলা কেন, ইন্টারিম জবাব চাই, জাতীয় পার্টির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে, আমাদের সংগ্রাম, চলছেই চলবে’সহ নানা স্লোগান দেন।
গণঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মো: আবু সাইদ ইমনের সভাপতিত্বে শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নকলা-নালিতাবাড়ী আসনে গণঅধিকার পরিষদ এর সংসদ সদস্য প্রার্থী কাজী হায়াৎ, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি, গণঅধিকার পরিষদ শেরপুর জেলা শাখার সদস্য সচিব শামসুজ্জামান শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নালিতাবাড়ী উপজেলা শাখার সাবেক মুখপাত্র কায়েস প্রমুখ।
এ সময় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিকে সংহতি জানিয়ে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সর্বশেষ খবর