
গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার পর সমালোচনার মুখে পড়েছেন বহুল আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
শনিবার (৩১ আগস্ট) দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে নুরুল হক নুরের সাক্ষাৎকার নেওয়ার আগ্রহ প্রকাশ করেন জয়। তিনি লিখেন—
“ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছে। আপনি সুস্থ হয়ে উঠুন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।”
জয়ের এই মন্তব্যকে ঘিরে নুরের দলের সমর্থক ও সাধারণ নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয়। অনেকে মনে করছেন, আহত অবস্থায় এমন পোস্ট শোভন হয়নি।
কেউ মন্তব্য করেছেন— “এই সময়ে ইন্টারভিউ নয়, দোয়া দরকার নুর ভাইয়ের জন্য।” আরেকজন লিখেছেন— “আপনার ভাষায় মনে হচ্ছে, মানুষের মধ্যে মানবিকতা হারিয়ে যাচ্ছে।”
অন্য এক মন্তব্যে বলা হয়— “ভয়াবহ শব্দটা ব্যবহার না করলেও পারতেন।” কেউ আবার তীব্র কটাক্ষ করে লিখেছেন— “একজন আহত মানুষকেও ভিউয়ের জন্য কাজে লাগাচ্ছেন!”
এছাড়া বেশ কিছু নেটিজেন রসিকতাও করেছেন। একজন লিখেছেন— “হাসপাতাল থেকেই লাইভ ইন্টারভিউ নেন জয় ভাই।” আরেকজনের মন্তব্য— “মানুষ শ্বাস নিতে পারছে না, আর আপনি মজা খুঁজছেন।”
সবশেষে এক সমালোচক লিখেছেন— “আপনি ভালো করলেন না জয় ভাই, সব জায়গায় মস্করি মানায় না।”
সর্বশেষ খবর