
দীর্ঘ ১১ বছর পর নেত্রকোণায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও নেতৃত্ব নির্বাচন। শনিবার (৩০ আগস্ট) ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণ করা হয়। রাতে নির্বাচনের প্রধান কমিশনার অ্যাডভোকেট এম. এ. আউয়াল সেলিম ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক (প্রতীক: ছাতা) এবং অ্যাডভোকেট মাহফুজুল হক (প্রতীক: চেয়ার)। এর মধ্যে অধ্যাপক ডা. আনোয়ারুল হক বিপুল ভোটে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হন। তিনি পান ১,২৭৫ ভোট, অন্যদিকে মাহফুজুল হক পান মাত্র ২১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরুর গাড়ি), এস. এম. মনিরুজ্জামান দদু (ফুটবল) এবং ডা. রফিকুল ইসলাম হিলালী (মাছ)। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ডা. রফিকুল ইসলাম হিলালী ৭৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে রনি পান ৭২১ ভোট এবং মনিরুজ্জামান দদু পান ১৮ ভোট।
ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে উল্লাস ছড়িয়ে পড়ে। সমর্থকেরা নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ। জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ত্রি-বার্ষিক সম্মেলন নেত্রকোণা বিএনপির রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
সর্বশেষ খবর