
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা উপাচার্যসহ একাডেমিক কাউন্সিলে উপস্থিত শিক্ষকবৃন্দকে অবরুদ্ধ করেছেন।
রোববার (৩১ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ ঘটনা ঘটে।
সকাল ১১টায় কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শুরু হয়। এর আগে সকাল ৯টা থেকেই দুই অনুষদের শিক্ষার্থীরা মিলনায়তনের আশেপাশে অবস্থান নেন। শিক্ষার্থীদের মূল দাবি ছিল- ‘এক পেশায় এক ডিগ্রি, কেবল কম্বাইন্ড ডিগ্রি।’
তবে সভায় সিদ্ধান্ত হয়, পূর্বের মতো বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এর পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে। শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে তাদের দীর্ঘ আন্দোলনের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করে।
ফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিলনায়তনে উপাচার্যসহ উপস্থিত শিক্ষকদের তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীদের দাবি- একক কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর