
প্রতি বছরের মতো এবারও সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) অধিবেশন। বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এই অধিবেশনে যোগ দিচ্ছেন।
এবারের অধিবেশনে মূল আলোচনায় রয়েছে আন্তর্জাতিক উন্নয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ ইস্যুও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে যুদ্ধ ও সংঘাত রোধের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি সদস্য রাষ্ট্র সমান ভোটাধিকার ও বক্তব্য দেওয়ার সুযোগ পায়।
আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টেকসই উন্নয়ন সম্মেলন, যেখানে ক্ষুধা-দারিদ্র্য নিরসন, শিক্ষা বিস্তার, সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হবে। এরপর ২০ সেপ্টেম্বর হবে ‘ক্লাইমেট অ্যাম্বিশন সামিট’। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপের ওপর জোর দেওয়া হবে।
প্রতি বছর সাধারণ বিতর্কের শুরুতে প্রথম বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট, এরপর বক্তব্য দেন স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এবারের অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কূটনীতিক ডেনিস ফ্রান্সিস।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার সরাসরি অধিবেশনে উপস্থিত থেকে রাশিয়ার আগ্রাসন নিয়ে বক্তব্য দেবেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ অধিবেশনে থাকছেন না।
কূটনীতিকদের মতে, আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি রাষ্ট্রনেতাদের অনানুষ্ঠানিক বৈঠকগুলোই অনেক সময় বেশি প্রভাব ফেলে। তাই বৈশ্বিক সংকট নিরসন ও নতুন সমঝোতা গড়ার ক্ষেত্রে এ অধিবেশনকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর