সৌদি আরবে মদিনার কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন ভারতীয় উমরাহযাত্রী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাটি সোমবার ভোরে ঘটে, যখন যাত্রীবাহী বাসটি একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অধিকাংশ হায়দ্রাবাদ থেকে যাত্রা করা যাত্রী। তেলেঙ্গানা সরকার ইতিমধ্যেই কন্ট্রোল রুম গঠন করেছে, যাতে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনে সহায়তা পৌঁছে দেওয়া যায়।
স্থানীয় কর্তৃপক্ষ আহতদের উদ্ধার এবং ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, এই দুর্ঘটনার কারণে উমরাহযাত্রীদের নিরাপত্তা এবং সৌদি আরবের সড়ক পরিবহন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর