
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর জোট ‘প্রতিরোধ পর্ষদ’ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু ১৮ দফা ইশতেহার ঘোষণা করেন।
প্রতিরোধ পর্ষদের ১৮ দফা ইশতেহার:
১. ডাকসুর কাঠামো সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি ২. শিক্ষার্থীদের ক্ষমতায়ন ও শিক্ষার মানোন্নয়ন ৩. গবেষণায় অগ্রাধিকার ৪. আবাসন সংকট নিরসন ৫. নারীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা ৬. সকল জাতিসত্তার অধিকার নিশ্চিত ৭. নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত ৮. শারীরিক স্বাস্থ্য সুরক্ষা ৯. মানসিক স্বাস্থ্য সুরক্ষা ১০. লাইব্রেরি, সেমিনার, রিডিংরুম ও কমনরুম উন্নয়ন ১১. প্রকাশনা সংস্থা সচল করা ১২. মুক্ত পরিসর পুনরুদ্ধার ও সংরক্ষণ ১৩. সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহায়তা ১৪. পরিবহন ব্যবস্থার উন্নয়ন ১৫. ক্রীড়া সুবিধা বৃদ্ধি ১৬. পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা ১৭. গণতন্ত্র, স্বায়ত্তশাসন ও মতপ্রকাশের স্বাধীনতা ১৮. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা লালন
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধে চাকমা জনগোষ্ঠীর অবদান অস্বীকার করে অন্য একটি জোটের নেত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়।
প্যানেলের সদস্য পদপ্রার্থী হেমা চাকমা বলেন, “আমরা একাত্তর থেকে শুরু করে আজ পর্যন্ত সব আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। কিন্তু গতকাল এক টকশোতে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে’র মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধে চাকমা জনগোষ্ঠীর অবদানকে পুরোপুরি এড়িয়ে গিয়েছেন। অথচ আমাদের অনেকেই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন।”
এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানান জিএস প্রার্থী মেঘমল্লার বসু এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাবির আহমেদ জুবেল।
প্রসঙ্গত, শনিবার এক টকশোতে ফাতেমা তাসনিম জুমা দাবি করেন, মুক্তিযুদ্ধে পিকিংপন্থি বাম দল কিংবা চাকমা জনগোষ্ঠীর কোনো ভূমিকা ছিল না।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর