
শেরপুরের নালিতাবাড়ীতে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ওই নববধূর নাম সাবিনা বেগম (২০)। রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কৃষ্ণ দেবীপুর গ্রামে এই ঘটনা ঘটে। তবে নববধূ সাবিনার বাবার দাবী তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সুত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ১ টার দিকে সাবিনার স্বামী আবু জাফর উপজেলার কদমতলী বাজার হতে নিজ বাড়িতে আসেন। আসার পর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সাবিনাকে ডাকাডাকি করেন। কোন প্রকার সাড়া শব্দ না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে ঘরের ভেতরে গিয়ে সাবিনার গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার (ধন্নার) সাথে ফাঁস দেওয়া অবস্থা দেখে চিৎকার শুরু করেন।
তখন আশেপাশের লোকজন এসে সাবিনাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলেন। তবে এর আগেই সাবিনা মৃত্যুবরণ করে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত নববধূ সাবনিার বাবার বাড়ি পাশ^বর্তী হালুয়াঘাট উপজেলার জুগলী গ্রামে। গত প্রায় তিন মাস পুর্বে নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কৃষ্ণ দেবীপুর গ্রামে আবু জাফরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাবিনা।
এদিকে, মুঠোফোনে মেয়ের মৃত্যুর খবর শুনে থানায় ছুটে আসেন সাবিনার বাবা আব্দুস সালাম। তিনি অভিযোগ করে বলেন, আমার মেয়েকে যৌতুকের টাকার জন্য জামাই আবু জাফর মাঝে মধ্যেই চাপ দিত। সে কোন ভাবেই আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে তিনি বলেন, মেয়ের মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তিনি পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করবেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। একই সাথে নববধূর মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্তকাজ চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর