
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান।
রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ অভিযোগ তুলে ধরেন।
আবিদুল বলেন, শনিবার জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির পরিচালিত ‘ফোকাস কোচিং’-এর নবীনবরণ অনুষ্ঠানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি ও জিএস প্রার্থীসহ কয়েকজন বক্তৃতা দেন এবং প্রকাশ্যে ভোট চান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহ ও নানা উপঢৌকন দেওয়া হয়েছে, যা নির্বাচনি আচরণবিধির সরাসরি লঙ্ঘন বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান, এর আগেও তারা দু’বার অভিযোগ করেছেন। কিন্তু শিবিরপন্থীরা নাম পরিবর্তন করে একইভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।
বিশ্ববিদ্যালয় ছুটি নিয়েও প্রশ্ন তোলেন আবিদুল। তিনি বলেন, নির্বাচনের জন্য চার দিনের ছুটি ঘোষণা করা হলেও শুক্র ও শনিবার মিলিয়ে কার্যত ছয় দিনের ছুটি পড়েছে। এতে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট প্রদানে নিরুৎসাহিত হচ্ছে।
এছাড়া শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য দেওয়ারও অভিযোগ করেন তিনি। আবিদুল দাবি করেন, ওই প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতেমা তাসনিম জুমা ঐতিহাসিক বটতলায় মুক্তিযুদ্ধে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ অস্বীকার করেছেন, যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।
অভিযোগের তালিকায় আরও রয়েছে— ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র চাকমার ফেসবুকে উসকানিমূলক পোস্ট, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে ‘প্লেন হাইজ্যাকার’ আখ্যা দেওয়া এবং সমাজবিজ্ঞান বিভাগের ক্লাসরুমে মাইক ব্যবহার করে প্রচারণা চালানো।
আবিদুল বলেন, “আমরা সব অভিযোগ নির্বাচন কমিশনারকে জানিয়েছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর