
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় মো. আদিব ফারহান (২০) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোর ৬টার দিকে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের নিউক্যাসল শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদিব ফারহান ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তার পরিবার দীর্ঘদিন ধরে ঢাকার নাখালপাড়ায় বসবাস করছে। মাত্র ছয় মাস আগে তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যান।
পরিবার সূত্রে জানা যায়, আদিব চার বন্ধুকে সঙ্গে নিয়ে ভোরে নাশতা করতে বের হয়েছিলেন। পথে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আদিবসহ দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন চিকিৎসাধীন রয়েছেন।
আদিবের চাচা আবুল হাসনাত বলেন, পরিবারের বড় সন্তান ছিলেন আদিব। এ লেভেল ও ও লেভেল শেষ করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া গিয়েছিলেন তিনি। মাত্র দুই মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে মা বারবার মূর্ছা যাচ্ছেন, আর বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আদিবের মরদেহ দ্রুত দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।
সর্বশেষ খবর
প্রবাসে বাংলা এর সর্বশেষ খবর