
ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের সেলুনটি কিনে নিয়েছেন। এর আগে সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
কিছু সংবাদে বলা হয়েছিল অপু বিশ্বাস জোর করে সেলুনটি কিনেছেন। তবে বিষয়টি নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের জানান, “অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।”
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস বলেন, “যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়। এখানে যারা আছেন—আমি (অপু বিশ্বাস), মাসুদ খান এবং কাজী মাহফুজ—আমরা তিনজন মিলে সেলুনটি পরিচালনা করব।”
বর্তমানে অভিনেত্রী সিনেমার চেয়ে ব্যবসা ও শোরুম উদ্বোধন, প্রোমোশন, ফটোশুটের কাজে বেশি ব্যস্ত আছেন। সেলুনটি কিনে নেওয়ার পর তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডে আরও সক্রিয় হবেন বলে আশা করা হচ্ছে।
সর্বশেষ খবর