
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে চার দিন ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে প্রার্থীদের দাবির প্রেক্ষিতে আজ সোমবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে তিন দিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর