
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদল। একইসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদলের উপর গুপ্ত সংগঠনের হামলা অভিযোগ এনে এরও প্রতিবাদ জানায় সংগঠনটি। রোববার দুপুর দেড়টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে মিছিল বের করে সংগঠনটি। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনে এসে সমাবেশে মিলিত হয়। পরে সেখানে তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর ও রুকনুজ্জামানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানাই। রাকসুতে ছাত্রদলের আন্দোলনে গুপ্তরা সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে হামলা চালিয়েছে। তাই আহ্বান করছি, ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানার নয়, যার যার সংগঠনের ব্যানার ব্যবহার করতে হবে।”
তিনি আরও বলেন, “চবি, বাকৃবি ও রাবি প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাদের পদত্যাগ করতে হবে। সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেশনজট দূর করাও জরুরি।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর