
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিপুল পরিমাণ নকল মনমোহন বিড়ি ও তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সওদাগর (৩৫) এবং মানিক (১৯) নামে দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের উপর হাটদৌল গ্রামে এই অভিযান চালানো হয়।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মনমোহন বিড়ি কোম্পানির কর্মীদের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের একটি দল স্থানীয় কোরবান আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই বাড়ি থেকে এক হাজার রাজস্ব টিকিট, ৩৬ হাজার পিস তামাক ভরা বিড়ি, এক লাখ ৮০ হাজার পিস খালি ঠোস, ১৪০ কেজি তামাক এবং কিছু পলিথিন জব্দ করা হয়। ঘটনার পর থেকে বাড়ির মালিক কোরবান আলী (৫০) পলাতক রয়েছেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর