
বনপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ইউএনও’র স্বাক্ষর জালের অভিযোগ সেই অধ্যক্ষ ইমদাদুল হককে আটক করে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলা ধুরাইল ইউনিয়নের
বনপাড়া স্কুল এন্ড কলেজের একটি কক্ষ থেকে অধ্যক্ষ ইমদাদুল হককে আটক করা হয়। পরে হালুয়াঘাট থানায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক মো:আবুল হাসানাত রনি বাদী হয়ে অধ্যক্ষ ইমদাদুল হকের বিরুদ্ধে জাল জালিয়াত ও প্রতারণা অভিযোগ এনে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ইউএনও’র স্বাক্ষর স্ক্যান করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক বরাবর বেতন-ভাতার সরকারি অংশের (এমপিও) জন্য আবেদন করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেন।
উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান বলেন, আমার ও জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, জাল জালিয়াত ও প্রতারণা মামলায় অধ্যক্ষকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর