
নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধভাবে নদীর বালু পাচারের সময় হাতেনাতে ধরে এক যুবলীগ সভাপতির ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (রবিবার) এ অর্থদণ্ড প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বাহাগিলী ইউনিয়নের চারালকাটা নদীর কালুরঘাট ব্রিজ এলাকার নদী হতে দীর্ঘদিন ধরে বালু পাচার হচ্ছিল। গতকাল ট্রাক্টরে করে বালু পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় বালু পাচারে ব্যবহৃত একটি ট্রাক্টর আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ট্রাক্টরের মালিক আব্দুল মজিদকে বালু পাচারের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতকে টাকা বুঝিয়ে দেওয়ায় ট্রাক্টর ছেড়ে দেওয়া হয়। এছাড়া আর কোনো দিন অবৈধভাবে বালু পাচার করবে না মর্মে ট্রাক্টরের চালকের কাছে মুচলেকা নেওয়া হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ দক্ষিণ দুরাকুটি ময়দানপাড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র। সে বাহাগিলী ইউনিয়ন যুবলীগের সভাপতি। খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় সিন্ডিকেট তৈরি করে নিলামকৃত বালুর পয়েন্ট বাগিয়ে নেন আব্দুল মজিদ। নিলামকৃত বালুর পাশাপাশি তখন থেকে নদীর বালু পাচারে সক্রিয় হন এই নেতা। নিলামকৃত বালুর পয়েন্টের মেয়াদ শেষ হলেও রাতের অন্ধকারে প্রতিদিন শত শত ট্রাক্টরে করে বালু পাচার করতেন। গতকাল বালু পাচারের সময় তার একটি ট্রাক্টর আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে বালু দস্যুখ্যাত পরিচিত যুবলীগ সভাপতি আব্দুল মজিদের ২ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক্টর আটক করা হয়। পরে ট্রাক্টরের মালিককে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর