
নেত্রকোণায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সাথে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের সঞ্চালনায় ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণার (ডিডিএলজি) পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নেত্রকোণা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. মুখলেছুর রহমান খান, জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান (দৈনিক সংগ্রাম), ভজন দাস (এনটিভি), সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে জেলার সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবামূলক উদ্যোগ বিষয়ে আলোচনা করেন। সাংবাদিকরা জেলার সমস্যা, সম্ভাবনা এবং স্থানীয় মানুষের প্রত্যাশার বিষয় তুলে ধরেন। এ সময় সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো এবং তথ্য আদান-প্রদান আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জামান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়ন কার্যক্রম, অনিয়ম-অবহেলা এবং জনগণের প্রত্যাশা আমাদের সামনে তুলে ধরলে প্রশাসন তা গুরুত্বের সাথে বিবেচনা করবে।”
মতবিনিময় সভায় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর