
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ইসলামি ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ও ইসলামি ছাত্র আন্দোলন (ইশা) সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ভবনের সামনে পৃথকভাবে দুই প্যানেল তাদের ইশতেহার তুলে ধরে।
শিবির সমর্থিত জোটের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে—নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট নিরসন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসম্মত চিকিৎসা ও খাবার, উন্নত পরিবহন ও ক্যারিয়ার সহায়তা। তারা কর্তৃত্ববাদী রাজনীতি, সহিংসতা, গণরুম কালচার, মাদক, চাঁদাবাজি ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে অবস্থান নেন। ইশতেহারে শিক্ষার্থীদের জন্য মিল ভাউচার, নারী শিক্ষার্থীদের জন্য ব্রেস্টফিডিং রুম, মাতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, গবেষণা অনুদান, আধুনিক লাইব্রেরি ও ই-রিসোর্স, জব ফেয়ার ও স্টার্ট-আপ সামিট আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়।
অন্যদিকে, সচেতন শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী ইয়াসিন আরাফাত তাদের ইশতেহার পাঠ করেন। এতে রেজিস্ট্রার ভবনের ডিজিটালাইজেশন, বাজেটের সঠিক বাস্তবায়ন, খাবারের দাম কমানো, সবার জন্য সিঙ্গেল বেড ও উন্নত আবাসন, কালচারাল হেজিমনি ও হিজাবফোবিয়া রোধ, সুপার কম্পিউটার স্থাপন, পরিবহন সংখ্যা বৃদ্ধি ও রিয়েল টাইম ট্র্যাকিং চালু করার অঙ্গীকার করা হয়। পাশাপাশি গেস্টরুম-র্যাগিং বন্ধ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, জব ফেয়ার আয়োজন, ক্যারিয়ার সলিউশন সেন্টার স্থাপন ও আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর