
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করেছেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা। তাদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তার কোনো সংবাদ সম্মেলনে তারা অংশ নেবেন না।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডাকসু ভবনের সামনে এই সংবাদ সম্মেলন হয়। শুরুর একপর্যায়ে উমামা সাংবাদিকদের ক্যামেরা ও বুম সরিয়ে নেওয়ার অনুরোধ করেন এবং পূর্বের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফকরুল ইসলাম বলেন, “উমামা ফাতেমা যেভাবে মাল্টিমিডিয়া সাংবাদিকদের অপমান করেছেন, তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। না হলে তার সংবাদ কাভার করা হবে না।”
এর আগে গত ২৮ আগস্ট রাতে নিজের ফেসবুক আইডিতে মোবাইল জার্নালিজম নিয়ে সমালোচনামূলক স্ট্যাটাস দেন উমামা। তিনি লেখেন, “ডিজিটাল মোবাইল জার্নালিজম ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। প্রার্থীদের সম্মতি ছাড়া ভিডিও করা বা বিকৃতভাবে উপস্থাপন করা নীতি বহির্ভূত।”
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, প্রার্থী ও ভোটারের প্রাইভেসি সম্মান করার জন্য।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর