
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীরা ছয় দফা দাবি পূরণ না হওয়ায় দিনব্যাপী রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে ময়মনসিংহ-ঢাকা রেললাইনের আব্দুল জব্বারের মোড় এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন তাঁরা। সকাল থেকে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে বের হয়ে ওই এলাকায় জড়ো হতে থাকেন।
এর আগে গতকাল সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একই দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের দাবি আমলে না নেওয়ায় মঙ্গলবারের দিনভর অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি হলো—
১. হল ভ্যাকেন্ট নির্দেশনা প্রত্যাহার,
২. আবাসিক হলের সব সুবিধা সচল রাখা,
৩. প্রক্টোরিয়াল বডির পদত্যাগ,
৪. বহিরাগত হামলা ও নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় উপাচার্যের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা,
৫. ঘটনায় জড়িত শিক্ষক ও বহিরাগতদের শাস্তি নিশ্চিতকরণ, এবং
৬. একক কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর