
কুমিল্লা নগরের ফলব্যবসায়ী মহরম হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে মঙ্গলবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে দ্বিতীয় মুরাদপুর এলাকার কয়েকশত নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন। নিহতের পরিবারসহ স্থানীয়রা মহরম হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন ও পথ প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে মহরম মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা এখনও নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে এবং প্রকাশ্যে ঘোরাফেরা করছে, অথচ পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেন তাঁরা। ঘটনার পর নিহত মহরমের বোন রুনু বাদী হয়ে আট জন নামীয়সহ ছয়-সাত জন অজ্ঞাতনামা আসামি করে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট শনিবার রাত পৌনে আটটায় কাঁটাবিল মসজিদের সামনে মোটরসাইকেলে থাকা অবস্থায় মহরম মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহত মহরম মিয়া নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুরবাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।
কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে। পুলিশের একাধিক দল এ বিষয়ে কাজ করছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর