
শেরপুরের নালিতাবাড়ীতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবাসহ ইউসুফ আলী (২৮) নামের এক মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের চারআলী বাজার এলাকার হাতিপাগার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউসুফ আলী ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও চারআলী বাজার এলাকার হাতীপাগার গ্রামের জনৈক রমজান আলীর পতিত জমিতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি যুবক ইউসুফ আলীকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তার মাদক কারবারি যুবক ইউসুফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে। একই সাথে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর