
লন্ডনের ইশারায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বন্ধের পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাবির শিক্ষার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
সাদ্দাম বলেন, লন্ডনের ইশারায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বন্ধের পায়তারা চলছে। যা বাস্তবায়ন হতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বয়কট করার চেষ্টা করছে ছাত্রদল, বামদলগুলোসহ বেশকিছু সংগঠন। এই হীন চেষ্টা বাস্তবায়ন হতে দেয়া হবে না। ঢাবিতে শিবির ঠেকানোর জন্য ছাত্রদল, বাম সব এক হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর