
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে হাইকোর্টে রিট করা এক নারী প্রার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ঢাবি ক্যাম্পাস। মঙ্গলবার দিনভর বিভিন্ন সংগঠন বিক্ষোভ ও সমাবেশ করেছে।
শিক্ষক নেটওয়ার্ক, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্রলীগ–বিসিএল, ছাত্র ফেডারেশনসহ নানা সংগঠন হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন করে। শিক্ষক নেটওয়ার্কের সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা আক্তার বলেন, “এই ঘটনায় জড়িত শিক্ষার্থী আলী হোসেনকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।”
এদিকে ১২টার দিকে পায়রা চত্বর থেকে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। নেতারা অভিযোগ করেন, বারবার অভিযোগ দেওয়ার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অপরদিকে শিবির সমর্থিত প্রার্থীরা দাবি করেন, রাজনৈতিকভাবে তাদের ঘাড়ে দায় চাপানো হচ্ছে।
ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। এছাড়া ডাকসুর আচরণবিধি টাস্কফোর্সও পৃথক দু’সদস্যের একটি কমিটি করেছে। উভয় কমিটিকে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন ওই নারী শিক্ষার্থী। এর প্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন স্থগিতের আদেশ দেয়। এরপর সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেন ফেসবুকে তাকে গণধর্ষণের হুমকি দেন, যা ক্যাম্পাসজুড়ে তীব্র ক্ষোভের জন্ম নেয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর