
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ঘোষিত ৭ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সারাদেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা বুধবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এক ঘণ্টা অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। সারা দেশের ন্যায় একই কর্মসূচি পালিত হয়েছে নোয়াখালীতেও।
নোয়াখালী পৌরসভায় বুধবার বিকেল সাড়ে ৪ টায় গিয়ে দেখা যায়, সেখানে কর্মরত বিভিন্ন পদে থাকা ডিপ্লোমা প্রকৌশলীরা তখনও তাঁদের অফিশিয়াল কাজ করে যাচ্ছেন। একইভাবে গণপূর্ত, এলজিইডি, শিক্ষা প্রকৌশল, সড়ক ও জনপদসহ সরকারি সব কটি দপ্তরেই ডিপ্লোমা প্রকৌশলীরা এক ঘণ্টা অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
ভিন্ন ধরনের এই কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ও পদোন্নতি সংক্রান্ত সমস্যাগুলো অমীমাংসিত রয়ে গেছে। ফলে তাঁরা বিভিন্ন সময়ে আন্দোলন ও কর্মসূচি পালন করতে বাধ্য হচ্ছেন।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের কর্মক্ষেত্র নির্ধারণ এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বর্তমান নির্ধারিত দশম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ও মনোটেকনিক প্রতিষ্ঠানসমূহ থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণদের জন্য সংরক্ষণ অব্যাহত রাখা, সকল প্রতিষ্ঠানে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হার ১:৫ করা, উপ-সহকারী প্রকৌশলী হতে সরকারি প্রকৌশলী পদে পদোন্নতিতে বিদ্যমান ৩৩% থেকে ৫০% এ উন্নীতকরণ, প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডারে নিয়োগ বন্ধ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কারিকুলাম ইংরেজি প্রণয়নসহ আধুনিকায়নকরণ ইত্যাদি।
জানতে চাইলে নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ খাঁন বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের মেধা ও যোগ্যতা কোনো অংশে কম নয়। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবির সাথে একাত্মতা পোষণ করে আমরা আজ আমাদের নির্দিষ্ট কর্মঘণ্টা থেকেও এক ঘণ্টা বেশি দায়িত্ব পালন করেছি। আমরা আশা করছি সরকার আমাদের নির্ধারিত দাবিগুলো মেনে নেবেন।
ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) নোয়াখালী জেলা শাখার সভাপতি আশরাফ চৌধুরী বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের দাবিগুলো ন্যায্য ও যৌক্তিক। একটি মহল ইচ্ছে করেই প্রকৌশল জগতে অস্থিরতা সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে। আমরা সরকারের কাছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান করছি।
সর্বশেষ খবর