
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পাংশা রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালিটি বাদ্যযন্ত্রের তালে তালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড় এলাকায় শেষ হয়। তার আগে সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক এমপি মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর সহোদর, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, সাবেক ভিপি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম, জিয়া পরিষদের আহ্বায়ক এম এ জিন্নাহ, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিপু মিয়া, কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পেনু, নাজমুল হুদা, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব সেলিম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন, জেলা ছাত্রদলের অন্যতম নেতা সজীব রাজা প্রমুখ। এর আগে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে রেলওয়ে স্টেশন এলাকায় সমবেত হন। বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন, একটি পক্ষ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর