
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাংশায় আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পাংশা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুফিয়া বেগমের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। এসময় বিভিন্ন এলাকার নারী নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। শোভাযাত্রা শেষে বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন একটি পক্ষ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে।
সর্বশেষ খবর