
পাইকগাছায় এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ক (এএমআর) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় ওয়াশ ফর আরবান পুওর ফেজ-২ প্রকল্পের আওতায় বুধবার সকালে লোনাপানি গবেষণা কেন্দ্র অডিটোরিয়ামে উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এই কর্মশালার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক সুজন কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি ডা. আওরঙ্গজেব আল হোসাইন।
প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, নারায়ণ চন্দ্র শিকারী, মাওলানা আবু সাদেক, শিক্ষক রবিউল ইসলাম, ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি সুমন কুমার সাহা, নবলোক পরিষদের ওমর ফারুক জুয়েল, সাংবাদিক এসএম বাবুল আক্তার, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, জাহাঙ্গীর আলম, নবলোক পরিষদের কাজী ফারহানা আফরোজ, তন্ময় কান্তি মজুমদার, যমুনা রাণী রায় এবং হীমা ব্যানার্জি।
কর্মশালায় বক্তারা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, প্রয়োজন ছাড়া ব্যবহার না করা, প্রয়োজনে কোর্স সম্পন্ন করা, জীবাণুর বাহক বাতাস ও পানি জীবাণুমুক্ত করা সহ অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা রোধে জনসচেতনতায় সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
*নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে: মনিরুজ্জামান মন্টু*
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছিলেন বলেই আজ বিভিন্ন রাজনৈতিক দল এ দেশে রাজনীতি করতে পারছে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশে সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থাও বিএনপি প্রবর্তন করে।
মনিরুজ্জামান মন্টু বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও তারা কোনো সময় এদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চায়নি, এজন্য তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল, যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রবর্তন করেছিলেন। তিনি বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে এ জাতি স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেলে জাতি আমাদের কখনো ক্ষমা করবে না। তিনি আরও বলেন, দেশের মানুষের সঙ্গে বেইমানি করে বিএনপি কখনো কোনো অপশক্তির সঙ্গে আপস করেনি, ভবিষ্যতেও কখনো করবে না। বিদেশিরা আমাদের বন্ধু হতে পারে তবে প্রভু নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে শান্তি সম্ভব নয়। যারা শান্তি চায় না, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মী সহ জনগণের প্রতি আহ্বান জানান। তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের ভোট দিতে এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বুধবার বিকালে পাইকগাছা পৌরসভা মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, শেখ শামসুল আলম পিন্টু, উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস, সরদার ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি এবং এসএম মোহর আলী। উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আহ্বায়ক, সভাপতি, সম্পাদক ও সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু দলীয় নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং মধুমিতা পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
সর্বশেষ খবর