
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এক সাংবাদিককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সৈকতের পর্যটন গলফ মাঠ সংলগ্ন ঝাউবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আমিন উল্লাহর (২৮) বাড়ি উখিয়া উপজেলার দক্ষিণ বালুখালী এলাকায়। তিনি 'দৈনিক প্রাণের বাংলাদেশ' নামের একটি পত্রিকার উখিয়া প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালের কর্মচারী ছিলেন।
স্থানীয় গণমাধ্যম কর্মী শ. ম. গফুর জানান, বুধবার রাত ৯টার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় আমিন উল্লাহর সঙ্গে তার দেখা হয়। এসময় তার সঙ্গে অপরিচিত তিন যুবক ছিলেন। এর কিছুক্ষণ পর একটি বাসযোগে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, সকালে সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবাগানে গাছের সঙ্গে একটি মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
সর্বশেষ খবর