
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলায় আজ যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়।
বরগুনার আমতলী উপজেলার ৩নং ওয়ার্ডের নতুন বাসস্ট্যান্ডের সামনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। তাঁর সাথে ছিলেন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো. সাইদুর রহমান এবং আমতলী থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শাহাবুদ্দিন।
অভিযানের মূল উদ্দেশ্য ছিল মহাসড়কের সকল পরিবহন চালকদের সচেতন করা এবং শহরের শৃঙ্খলা ফেরানো। অভিযানে গাড়ির কাগজপত্র না থাকায় তিনজনকে জরিমানা করা হয়।
সর্বশেষ খবর