
"সেভ লাইফের স্লোগান – স্বেচ্ছায় করি রক্তদান” এই মন্ত্রে তরুণ প্রজন্মের মাঝে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ছড়িয়ে দিতে সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন এর আয়োজনে গোপালপুরের সূতী হোসেন শহিদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে বিদ্যালয়ের ৫ শত শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় রক্তদাতাদের স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানিয়ে দেন এবং রক্তদানের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করেন। সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছায় রক্তদান সংস্থা, যা গোপালপুরের মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রোমান মেডিকেল হল এর পরিচালক এসিস্টেন্ট মেডিকেল সুমন পাল, প্রতিষ্ঠাতা এডমিন মো. তামজি, সাধারণ সম্পাদক মো. নুর আলম, এডমিন আব্দুল জলিল, এডমিন মো. কবির হোসেন, মডারেটর ইমরান হোসেন চয়ন, মডারেটর সাবিদ আল রাহাত, মডারেটর মো. তামিম, সদস্য পারভেজ এবং আকাশ, আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. রুকনুজ্জাম জুয়েল, সহকারী শিক্ষক আ: মজিদ খন্দকার।
সূতী হোসেন শহিদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বলেন স্বেচ্ছাসেবী একটি মহৎ কাজ এই কাজে যারা সম্পৃক্ত তাদেরকে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
স্থানীয়রা জানান, এ ধরনের ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম শুধু শিক্ষার্থীদের উপকারই করে না, বরং ভবিষ্যতে জরুরি সময়ে রক্ত সরবরাহ সহজ করতেও সহায়ক হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর