
যমুনার কোলঘেষে সিরাজগঞ্জ শহরের মালসাপাড়ায় যমুনা ইকো শিশুপার্কের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এ ভিত্তিপ্রস্থর স্থাপনের ফলকের উদ্বোধন করেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুনতাসির মেহেদীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, যমুনার তীর ঘেষে সরকারী জায়গার উপর পার্কটি নির্মাণ হবে। পার্কটিতে শিশুদের বিনোদের জন্য নানা ব্যবস্থা থাকবে। রাতে থাকার ব্যবস্থা, হোটেল ও মসজিদসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে পার্কটিতে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর