
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নতুন নেতৃত্ব পেল। আজ (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।
দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় থাকা কোয়াব এবার নতুন করে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ১১টি পদের মধ্যে ১০টিতেই প্রার্থী ছিলেন একক, ফলে ভোটের প্রয়োজন হয়নি। কেবল সভাপতি পদে লড়াই হয়। তবে সেটিও আনুষ্ঠানিকতা রক্ষার জন্য। সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিসিবি প্রাঙ্গণে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার অনলাইন ভোটের সুযোগও রাখা হয়েছিল। মোট ২১৫ ভোটারের মধ্যে ১৮৮ জন ভোট দেন। এর মধ্যে মিঠুন ১৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সেলিম শাহেদ পান ৩৪ ভোট।
কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
মিঠুনের নেতৃত্বে নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছে কোয়াব, যা দেশের ক্রিকেটারদের কল্যাণে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর