
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। এ সময় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বশির আহমদ। সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, উপজেলা বিএনপি আহ্বায়ক বাদল মিয়া, প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন, সদস্য আবুল হুদা চাঁন মিয়া মাস্টার, মুরসালিন, সাবেক চেয়ারম্যান সবুজ আলম, উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম, বালিজুড়ি বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন, সদর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সাইদুল কিবরিয়া, সদস্য সচিব সফি আলম, হাবিবুর রহমান সংগ্রাম, আজিজুর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম, জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল, মো. রুবেল মিয়া প্রমুখ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ইউনিয়ন কমিটি গঠনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দক্ষিণ বড়দল ইউনিয়ন সভাপতি পদে আশরাফুল আলম ঘোড়া প্রতীক নিয়ে ২৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সালাম চেয়ার প্রতীক নিয়ে ১৯২ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে আব্দুর রহমান নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. নাসির মিয়া ফুটবল প্রতীক নিয়ে ৩৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রাশিদ মিয়া তালা প্রতীক নিয়ে ৬২ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে শাহিন আলম শাহিন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে ফকরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সর্বশেষ খবর