
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, 'ধর্ম যার যার, বাংলাদেশ সবার।' বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময়ই ধর্মীয় সম্প্রীতির পক্ষে অবস্থান নিয়েছেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি- এদেশে কোনো মানুষ তার ধর্ম পালনে শঙ্কিত হবে না, প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারবেন।
বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কালুশাহ দরবার শরীফের বাৎসরিক ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা প্রত্যক্ষ করেছেন ৫ আগস্টের ঘটনার পরপরই আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের মন্দির পাহারা দিয়েছি, যাতে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। বিএনপি জনগণের শান্তি ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেয়।
তরুণ ভোটারদের উদ্দেশে রিতা বলেন, দেশের পরিবর্তনের প্রথম ধাপ হলো ভোটাধিকার ফিরে পাওয়া। দীর্ঘ সময় মানুষ ভোট দিতে পারেনি। তরুণ প্রজন্ম শুধু শুনে আসছে- দিনের ভোট রাতে হয়ে গেছে, জনগণের ভোট চুরি হয়েছে। তাই আপনাদের প্রথম ভোট হোক ধানের শীষে। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তরুণদের হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
তিনি আরও বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের অধিকার রক্ষার আন্দোলনের নাম। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য শান্তিপূর্ণ সমাজ গঠনই বিএনপির লক্ষ্য। জনগণের পাশে থেকে অতীতেও কাজ করেছে বিএনপি, ভবিষ্যতেও করবে।
অনুষ্ঠানে জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান, আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পিপি আ.ফ.ম. নুরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার, রফিকউদ্দিন ভূঁইয়া হাবু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলের শুরুতে আধ্যাত্মিক গানের আসর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভা শেষে দরবার শরীফের আয়োজকরা রিতাকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর