
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়ালেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী মাহিন সরকার। তিনি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
মাহিন সরকার বলেন, "শুরু থেকে তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিলেও গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য প্রয়োজন। আবু বাকের সেই আন্দোলনের অগ্রসেনানী। তার জয় মানেই মাহিন সরকারের জয়। তাই সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আবু বাকেরকে ভোট দেওয়ার আহ্বান জানাই।"
তিনি আরও বলেন, প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ না থাকায় তালিকায় তার নাম থাকবে। তবে সমর্থকদের ভোট আবু বাকেরকেই দিতে অনুরোধ জানান মাহিন।
আবু বাকের মজুমদার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "জুলাই অভ্যুত্থানের সময় মাহিন গুরুত্বপূর্ণ সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন। আজও তিনি সেই ধারা বজায় রেখেছেন।"
আচরণবিধি লঙ্ঘনের প্রশ্নে মাহিন বলেন, "এ বিষয়ে আচরণবিধিতে কোনো নির্দেশনা নেই।" তার প্যানেল বহাল থাকছে বলেও জানান তিনি।
এর আগে, গত ১৮ আগস্ট দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাহিন সরকারকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কার করা হয়। তিনি এনসিপিতে ফিরবেন কি না, তা এখনও পরিষ্কার করেননি।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর