
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগরের সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মনোনীত এমপি প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা গণসংযোগ করেছেন।
শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের নিয়ে হালুয়াঘাট পৌর শহরের বাজারে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা জানান, ইসলামী রাষ্ট্র গঠনে ও ঘুষ, দুর্নীতি, মাদকমুক্ত সমাজ গঠনে তাঁদের ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তাঁরা জনগণকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠন করবেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর