
সিরাজগঞ্জের কাজিপুরে বালুর ট্রাকের ধাক্কায় তাসকিন বাবু (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মুন্নী খাতুন গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বাবা শরিফুল ইসলাম ও ছোট বোন তোহা মনি (৫) আহত হয়েছেন। এদিকে বিক্ষুব্ধ জনতা বালুর ট্রাকটি জ্বালিয়ে দিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কাজিপুর-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা বগুড়া জেলার শেরপুর উপজেলার শালফা গ্রামের বাসিন্দা।
কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় পরিবার নিয়ে মোটরসাইকেলযোগে বেড়াতে এসেছিলেন শরিফুল ইসলাম। সন্ধ্যায় তারা ফেরার পথে শ্যামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাসকিন বাবু মারা যায়।
আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে মুন্নী খাতুনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বালুর ট্রাকটি পুড়িয়ে দিয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর