
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুসে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর মুরাদপুর মোড় এলাকায় জুলুসের র্যালিতে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা গেছে, বেলা ১২টা ১০ মিনিটের দিকে তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় জুলুসে থাকা লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনলে সেখানে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, প্রচন্ড গরমের কারণে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় পাওয়া যায়নি। লাশ মর্গে রাখা হয়েছে।
সর্বশেষ খবর