
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরগুনায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে। র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত র্যালি শেষে বরগুনা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুক, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, জেলা জামায়াতের নায়েবে আমির আজহারুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল ইসলাম টিটু সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ খবর